বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রকাশ: ২০১৮-১২-০৯ ১২:১৯:৪০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানি ২টি হলো : জুট স্পিনার্স এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার জুট স্পিনার্সের ক্লোজিং শেয়ার দর ছিল ১১৭ টাকা। সোমবার কোম্পানিটির শেয়ার ১১৯.২০ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। এক্ষেত্রে শেয়ার দর দিনের সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পায়। তারপরেও লেনদেননের কিছুক্ষণের মধ্যে কোম্পানিটির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। সবশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১২৮.৭০ টাকায়। এ সময়ে কোম্পানিটির মোট ১০ হাজার ৮৭৬টি শেয়ার ১২৩ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মোট মূল্য দাঁড়ায় ১৩ লাখ ৭২ হাজার টাকা।

বৃহস্পতিবার অলটেক্সের ক্লোজিং শেয়ার দর ছিল ১১.১০ টাকা। তবে রবিবার কোম্পানিটির শেয়ার ১২.২০ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার দিনের সর্বোচ্চ ১০ শতাংশ দর বৃদ্ধি পায়। তারপরেও লেনদেনের কিছুক্ষনের মধ্যেই কোম্পানিটির শেয়ারে বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর দাড়ায় ১২.২০ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির মোট ১১ লাখ ৩৩ হাজার ৯০৫টি শেয়ার ৩০৩ বার হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মোট মূল্য দাঁড়ায় ১ কোটি ৩৮ লাখ 28 হাজার টাকা।

সান বিডি/এসকেএস