সাবসিডিয়ারি থেকে ১৬৭ কোটি টাকার ডিভিডেন্ড পেয়েছে ইউনাইটেড পাওয়ার

প্রকাশ: ২০১৮-১২-০৯ ১২:৫৪:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের (ইউএইএল) কাছ থেকে ২০১৭-২০১৮ হিসাব বছরে অভ্যন্তরীণ ও চূড়ান্ত মিলিয়ে মোট ৪১.৭৫ শতাংশ ক্যাশ বা ১৬৭ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ১৬১ টাকা ডিভিডেন্ড পেয়েছে ।

ইউএইএল এর ৩০ ও ৩১তম পর্ষদ সভায় ডিভিডেন্ড এর এমন সিদ্ধান্ত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭-২০১৮ হিসাব বছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) জন্য কোম্পানিটির পর্ষদ ৮.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩৫ কোটি ৩ লাখ ৯২ হাজার ৭৮৮ টাকা।

এদিকে ২০১৮-২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পর্ষদ ৯.৭৫ শতাংশ অভ্যন্তরীণ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইউএইএল ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্মন্ন। কোম্পানিটির মালিকানার ৯২.৪১ শতাংশ ইউনাইটেড পাওয়ারের কাছে।

উল্লেখ্য ইউনাইটেড পাওয়ার ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়াহোল্ডারদের ৯০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

 

সান বিডি/এসকেএস