মাশরাফির জোড়া আঘাতে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্রাভোকে ১৯ ও শাই হোপকে ৪৩ রানে ফিরিয়েছেন অধিনায়ক । পাওয়েলকে ফিরিয়েছেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৭৯ রান। ক্রিজে আছেন স্যামুয়েলস ৩ ও হোপ ১ রানে।
এবার ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন দলের সহ-অধিনায়ক সাকিব। টসে জিতে ব্যাট করতে নামা ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাতটা হেনেছেন তিনিই। ফিরিয়ে দিয়েছেন ফর্ম হারিয়ে খুঁজতে থাকা কিরন পাওয়েলকে।
এর আগে নিজেদের ব্যাটিং শক্তিমত্তাকে বিবেচনায় রেখে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে স্বাগতিক বাংলাদেশও দুই প্রান্তে স্পিনার দিয়ে ম্যাচ শুরু করে। দুই ওপেনার পাওয়েল ও হোপ প্রথম কয়েক ওভার দেখেশুনে কাটিয়ে দিলেও অষ্টম ওভারে কাজের কাজ করেন সাকিব।
ওভারের শেষ বলে হালকা ভেতরে ঢোকা বলে বড় শট খেলতে যান পাওয়েল। কিন্তু ব্যাটে-বলে করতে না পারায় বল উঠে যায় আকাশে। শর্ড মিড অফ থেকে খানিক দৌড়ে কভার অঞ্চলের পাশ থেকে ক্যাচটি লুফে নেন রুবেল হোসেন। সাকিবের ক্যারিয়ারের ২৪৫তম ওয়ানডে উইকেট এটি।
বাংলাদেশ। তিন পেসার ও চার ওপেনার নিয়ে মাঠে নেমেছে মাশরাফি বিন মুতর্জার দল। দলে মোট পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : কিরন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন সামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রস্টন চেজ, কেমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ ও ওশেন থমাস।