খাদ্য খাতের শেয়ার দর বেড়েছে ৭১ শতাংশের
প্রকাশ: ২০১৮-১২-০৯ ১৬:৩৬:১৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৭১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৭টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে আজ শেয়ার দর বেড়েছে ১২টির বা ৭১ শতাংশের এবং ৫টির বা ২৯ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল টি কোম্পানির। এ কোম্পানির শেয়ার দর আজ ৬১.৩০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০.৯০ টাকা বেড়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ২০.৬০ টাকা বেড়েছে জেমিনী সী ফুডের।
এছাড়া এএমসিএলের (প্রাণ) ৮.৮০ টাকা; এপেক্স ফুডসের ৬.২০ টাকা; অলিম্পিকের ৪ টাকা; বঙ্গজের ৩.১০ টাকা; ফাইন ফুডসের ০.৫০ টাকা; বিচ হ্যাচারি ও শ্যামপুর সুগারের ০.৩০ টাকা করে এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও এমারেল্ড অয়েলের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।
৫টি কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ১.১০ টাকা, আরডি ফুডের ১ টাকা, ফু-ওয়াং ফুডের ০.৩০ টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ০.২০ টাকা এবং মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ০.১০ টাকা কমেছে।
সান বিডি/এসকেএস