ইমার্জিং কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৮-১২-০৯ ১৯:১৯:৫১

ইমার্জিং কাপে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে পাকিস্তান।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। অন্যদিকে করাচিতে ইমার্জিং কাপে মোসাদ্দেক হোসেনের পারফরম্যান্সে স্বাগতিক পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
ইমার্জিং কাপে আজ পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে জিতেছে তারা। বাংলাদেশের এই বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন। সর্বোচ্চ ৮৫ রান করার সঙ্গে দুটি উইকেটও নিয়েছেন মোসাদ্দেক।
আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ৪৭ ওভারে ২২৫ রানেই অলআউট পাকিস্তান। মূলত বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তাঁদের ৭টি উইকেট ভাগ করে নিয়েছেন নাঈম হাসান, মোসাদ্দেক, তানভীর ইসলাম ও আফিফ হোসেন।
তিন শর বেশি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ১৪ রানে ওপেনার আলী ইমরান ফিরেছেন নাঈমের ঘূর্ণিতে। এরপর দ্রুতই সাউদ শাকিলকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই অফ স্পিনার।
২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও জিসান মালিক। ৮৮ রান যোগ করে থামে এই জুটি। দলীয় ১১১ রানে জিসান মালিককে ফেরান শরিফুল ইসলাম।
৪ চারে ও ১ ছক্কায় ৬৭ বলে ৪৭ রান করেছেন জিসান। এরপরই শুরু হয় আসা-যাওয়ার মিছিল। পরবর্তী ৩১ রান তুলতে আরও ৪ উইকেট হারায় পাকিস্তান।
পাকিস্তানের ব্যাটিং লাইনের শেষটা ভেঙে দেন মোসাদ্দেক। ভয়ংকর হয়ে ওঠা পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে দলীয় ১২১ রানে ফিরিয়েছেন তিনি। ফেরার আগে তিন চার ও ১ ছক্কায় ৫১ বলে রিজওয়ানের সংগ্রহ ৪৬।
দলীয় ১৩৫ রানেই ফিরে যান পাকিস্তানের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাদ আলি ও হুসান তালাত। দুজনেরই সংগ্রহ ১০ রান করে। প্রথম জনকে ফিরিয়েছেন নাঈম হাসান, দ্বিতীয়জনকে মোসাদ্দেক। স্কোর বোর্ডে আর ৭ রান যোগ হতে আশিক আলীকেও তুলে নেন আফিফ রহমান ধ্রুব।
পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আরও ৮৩ রান যোগ না করলে বড় লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হতো দলটিকে। এর আগে ব্যাটিংয়ে নেমে জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলীর ব্যাট থেকে এসেছে ফিফটি। এক রানের জন্য ফিফটি তুলে নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান ওপেনার জাকিরের।
এই জয়ে ইমার্জিং কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। অন্যদিকে আরব আমিরাত-হংকং ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এর আগে প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। আজকের যে ম্যাচকে সবচেয়ে কঠিন ভাবা হচ্ছিল, সে ম্যাচেই জ্বলে উঠল বাংলাদেশ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












