শেয়ার গবেষণা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নর্থ-সাউথ বিশ্বিবদ্যালয়
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৮-১২-০৯ ২১:৪৭:১১

সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত রিসার্স চ্যালেন্স প্রতিযোগিতায় বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ-সাউথ বিশ্বিবদ্যালয়। রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।
অনুষ্ঠানে জানানো হয় প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও দ্বিতীয় রানারআপ হয়েছে ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিস। চ্যাম্পিয়ন দল এখন এশিয়া প্যাসেফিক আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।
উল্লেখ্য, রিসার্স চ্যালেঞ্জ হলো বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবসায়িক কার্যক্রম বিশ্লেষণ করে একটি গবেষণা পতিবেদন তৈরি করা। এর মাধ্যমে প্রতিযোগিকে বিনিয়োগ পরামর্শ প্রদান করতে হয়। এ বছরের নির্বাচিত প্রতিষ্ঠান ছিলো ব্র্যাক ব্যাংক লিমিটেডে।
বাংলাদেশে এটি তৃতীয় আসর। এটি বিশ্বব্যাপি একটি কার্যক্রম। যার আয়োজন করে সিএফএ ইনিস্টিটিউড। এর প্রধান কার্যালয় আমেরিকায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, সিএফএ, সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি শহিদুল ইসলাম এবং সিএফএ ইনিস্টিটিউট এশিয়া প্যাসেফিক কার্যালয়ের পরিচালক নিল গোভিওর প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ৪ সেপ্টেম্বর প্রতিযোগিতাটি শুরু হয়। প্রতিযোগিতায় ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১২টি দল এবং দ্বিতীয় পর্যায়ে ৬টি দলকে বাছাই করা হয়।
সানবিডি/জিইউ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













