একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে লন্ডনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তারেক রহমান ও ঢাকায় পাকিস্তান দূতাবাসে বসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বেলা ১২টায় নোয়াখালীর মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই, সেটি বুঝেই তারা এ ষড়যন্ত্রে নেমেছেন। তবে সে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সচেতন জনগণ এসব ষড়যন্ত্র বোঝে। তার অবশ্যই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।