দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-১০ ১৫:৫৫:০৪

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার ফান্ডটির ইউনিট দর ছিল ১০.৭০ টাকা। সোমবার লেনদেন শেষে এর ইউনিট দর দাঁড়ায় ১১.৭০ টাকায়। অর্থাৎ ফান্ডটির ইউনিট দর ১ টাকা বা ৯.৩৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে জিকিউ বলপেনের ৯.৩০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৮.৪২ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৫০ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৭.১৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.১১ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ, এপেক্স ফুডসের ৬.২৪ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.০৬ শতাংশ এবং উসমানিয়া গ্লাসের শেয়ার দর ৫.৯৪ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













