ব্লক মার্কেটে লেনদেন ১৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১০ ১৬:৪৬:০৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৩৪ লাখ ১৯ হাজার ২৬৭টি শেয়ার ১৫ বারে হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মোট দর দাঁড়ায় ১৫ কোটি ৩৬ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের। এ কোম্পানির ৬ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের।

এছাড়া এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৯ লাখ ৮০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৬২ লাখ ৩৩ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ৪৪ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৮ লাখ ৬৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬৪ লাখ ৭ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস