দর পতনের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১০ ১৭:৩৩:১২
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওর্য়াক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত রবিবার ইনফরমেশন সার্ভিসেসের শেয়ার দর ছিল ৪৩ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৮.৭০ টাকায়। অর্থাৎ ইনফরমেশন সার্ভিসেসের শেয়ার দর ৪.৩০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর লুজার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে এমএল ডাইংয়ের ৯.৯৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.০২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৮.৯০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭.৩৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৭০ শতাংশ, খুলনা পাওয়ারে ৬.৬৩ শতাংশ, সিলভা ফার্মার ৬.৫৫ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ৬.১১ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস