
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর ঢাকার সিদ্ধেশ্বরী রোডে স্কাই সিটি হোটেলে অনুষ্ঠিত হবে কোম্পানিটির এজিএম। এর আগে ২৯ ডিসেম্বর এজিএমের তারিখ নির্ধারণ করেছিল কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৭১ টাকা ২৭ পয়সা।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৭৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ এ কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭২ টাকা ২২ পয়সায়। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য সময়ে এর ইপিএস হয় ৬ টাকা ৭৮ পয়সা ও এনএভিপিএস ৬৭ টাকা ৬৪ পয়সা।
সান বিডি/এসকেএস