শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৯টি হলো : জেমিনী সী ফুড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, একটিভ ফাইন কেমিক্যাল, এএফসি এগ্রো বায়োটেক, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক এবং বারাকা পাওয়ার।
কোম্পানিগুলোর মধ্যে জেমিনী সী ফুডের বেলা পৌনে ১১টায়, বেরিবাঁধ, ইউল্যাব প্লে গ্রাউন্ড, রামচন্দপুর, মোহাম্মদপুর, ঢাকাতে; ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের বেলা ১১টায়, ট্রাস্ট মিলনায়তন, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; একটিভ ফাইন কেমিক্যালের সকাল ১০টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকাতে; এএফসি এগ্রো বায়োটেকের বেলা ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকাতে; মেঘনা কনডেন্সড মিল্কের সকাল সাড়ে ১০টা ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দুপুর ১২টায় মেঘনা কমিউনিটি সেন্টার, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স-২, বরাল, বাঘমাড়া, সদর সাউথ, কুমিল্লায়; মতিন স্পিনিংয়ের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুরে; বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের বেলা ১১টায়, বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও, ৯৫/িএ, তেজগাঁও, ঢাকাতে এবং বারাকা পাওয়ারের এজিএম দুপুর সাড়ে ১২টায়, দ্যা খান’স প্যালেস কনভেনশন হল, ১৯ দোয়েল, সুবিদবাজার, সিলেটে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ এবং লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে এজিএমে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জেমিনী সী ফুড ১৫ শতাংশ বোনাস, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, একটিভ ফাইন কেমিক্যাল ২০ শতাংশ বোনাস, এএফসি এগ্রো বায়োটেক ১৫ শতাংশ বোনাস, মতিন স্পিনিং ১৭ শতাংশ নগদ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ৫ শতাংশ নগদ এবং বারাকা পাওয়ার শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।