সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমাইয়ার্ন ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩.৫০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩৬.৮০ টাকায়। অর্থাৎ আনলিমাইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর গেইনার তালিকার শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮.৯২ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৭.২৭ শতাংশ, এসকে ট্রিমসের ৬.০২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৫.২৪ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.৯৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ৪.১৬ শতাংশ এবং ইবনে সিনার শেয়ার দর ৩.৬৭ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস