দর পতনের শীর্ষে ইনফর্মেশন সার্ভিস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১১ ১৬:২২:৪৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৮.৭০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩৪.৯০ টাকায়। অর্থাৎ ইনফর্মেশন সার্ভিসেসের শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৮২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে দেশ গার্মেন্টসের ৭.৬৩ শতাংশ, সোনালী আঁশের ৭.১৮ শতাংশ, আজিজ পাইপসের ৬.৮৫ শতাংশ, এমবি ফার্মার ৬.৭২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৭৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৫.৭৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৭০ শতাংশ, নর্দার্ণ জুটের ৫.৬৩ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৫.৫৬ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











