ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-১১ ১৮:১২:৩১

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোটিং রেট নন-কনর্ভাটেবল সাবঅর্ডিনেটেড বন্ড নামে ৭ বছর মেয়াদী এ বন্ডের অনুমোদন দিয়েছে শেয়ারবাজারের এ নিয়ন্ত্রণ সংস্থা। মঙ্গলবার বিএসইসির ৬৬৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে ফ্লোটিং রেট, নন-কনভার্টেবল, ফুললি রিডাম্বেল, আনসিকিউরড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।
বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ, বৈদেশিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং কর্পোরেটস প্রতিষ্ঠানসমূহকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইস্টার্ন ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
এই বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













