লেনদেনের শীর্ষে ভিএফএস থ্রেড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-১১ ১৮:০৮:৩৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ভিএফএস থ্রেড ডাইংয়ের লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৪০ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ৩৭ লাখ ২৮ হাজার ১০৪টি শেয়ার।

লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ । লেনদেন ছাড়ায় ১৮ কোটি ৬৯ লাখ টাকা। মোট লেনদেন হয় ৩৮লাখ ৬৩ হাজার ৮২৫ টি শেয়ার।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে, জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিঃ । লেনদেন ছাড়ায় ১৩ কোটি ৪৪ লাখ টাকা। মোট লেনদেন হয় ৫ লাখ ৫২ হাজার ৪৮ টি শেয়ার।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল), রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়াটা কেমিক্যালস লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান বিডি/এসকেএস