গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্যদিয়ে বুধবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিকেলে নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় শেখ লুত্ফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
শেখ হাসিনার আগমন ও জনসভা ঘিরে গোপালগঞ্জ সদরসহ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বইছে উৎসবের আমেজ। দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে দলের নেতাকর্মী এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
শেখ হাসিনার আজকের কর্মসূচি সফল করতে গতকাল রাতে টুঙ্গিপাড়া পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্না ও মাহমুদ হাসান রিপন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা আবু কাওসার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমন্বয়কারী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ বলেন, নেত্রী আজ বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর বিকেলে কোটালীপাড়ায় তাঁর নির্বাচনী জনসভা করবেন। তাঁর আগমন উপলক্ষে সারা এলাকা এখন মুখরিত।
গোপালগঞ্জ-৩ আসনে রেকর্ডসংখ্যক ভোট দিয়ে তাঁদের প্রিয় নেত্রীকে বিজয়ী করে আনবেন উল্লেখ করে কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, কোটালীপাড়ার প্রতিটি মানুষ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকা প্রতীক আমাদের হৃদয়ে গাঁথা।
শেখ হাসিনা বাংলার মানুষের ভালোবাসা নিয়ে এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা তাঁকে মায়ের আসনে দেখি। এবারের নির্বাচনে কোটালীপাড়াবাসী আবার বিপুল ভোটের ব্যবধানে মাকে বিজয়ী করে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসাব।
কোটালীপাড়ার পৌর মেয়র মোহম্মদ কামাল হোসেন শেখ বলেন, আশা করি, জনসভা জনসমুদ্রে রূপ নেবে। জননেত্রীকে এক পলক দেখার জন্য কোটালীপাড়াবাসী জনসভাস্থলে দলবেঁধে উপস্থিত হবে।
যেসব পথসভায় যোগ দিবেন: ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।