চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্লেয়ার ড্রাফটে মোহাম্মদ আশরাফুলকে নেয়নি কোনো দল। অবশেষে তৃতীয় রাউন্ডের খেলা শুরুর আগে জাতীয় দলের সাবেক এই অধিনায়কে দলে নেয় পূর্বাঞ্চল।
শুরুতে দল না পাওয়া অবহেলতি আশরাফুলই এখন দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। দলের প্রত্যাশা অনুসারেই খেলে যাচ্ছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।
আগের রাউন্ডে বল হাতে ৩৪ রানে ৪ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ফিফটি গড়েন আশরাফুল। মঙ্গলবার শুরু হওয়া চতুর্থ রাউন্ডের খেলায় ব্যাটিং ঝলক দেখাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
এদিন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে পূর্বাঞ্চলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাঞ্চল। বিসিএলের চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলায় সেঞ্চুরি করেছেন পূর্বাঞ্চলের ওপেনার রনি তালুকদার। জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই ওপেনার ২৪১ বলে ১৯ চার ও পাঁচটি ছক্কায় ১৮৩ রান করে অপরাজিত আছেন।
রনির সেঞ্চুরির ম্যাচে শতরান করেছেন মোহাম্মদ আশরাফুল। ১৮৬ বলে ১৩ চারের সাহায্যে ১০৭ রান করে অপরাজিত আছেন ৩৪ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। রনি তালুকদার ও আশরাফুলের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৪ রান।
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৩৫৪/৩ (রনি ১৮৩*, আশরাফুল ১০৭*, মাহমুদুল ২৯, মুমিনুল ২৬)।