টানা পতনে পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১২ ১৫:১০:৫৪
টানা ৫ কার্যদিবস পতনে রয়েছে পুঁজিবাজার। কোনোভাবেই থামছে না পতনের ধারাবাহিকতা। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের সূচনা হলেও লেনদেন শেষ হয়েছে নিম্নমুখী প্রবনতায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেসে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।
লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১২৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৯টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার টাকা।
অপরদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬০ পয়েন্টে।
লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। সিএসইতে মোট ১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস