শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না আনলিমা ইয়ার্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১২ ১৫:৪৩:৪৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড কর্তৃপক্শ সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বলে জানিয়েছে । ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত তের কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৮৮ দশমিক ৯৭ শতাংশ। গত ২৯নভেম্বর প্রতিটি শেয়ার লেনদেন হয় ৩০ টাকা ৩০ পয়সায়। এরপর থেকেই শেয়ারের দাম ক্রমাগত বাড়তে থাকে। গতকাল শেয়ারটির শেষ লেনদেন হয় ৪০ টাকা ৪০ পয়সায়। গতকাল দিন শেষে ডিএসইতে প্রতষ্ঠানটির শেয়ারদর ৯ দশমিক ৭৮ শতাংশ বা ৩ টাকা ৬০ পয়সা বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই । তাই অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই বাড়ছে শেয়ারের দর ।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













