সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্সের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৫২ টাকায়। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৭.২০ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর মঙ্গলবার ছিল ২৪ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৬.৪০ টাকায়। অর্থাৎ সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানি দুইটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৯ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯.৯৮ শতাংশ, আল-হাজ্ব টেক্সাইলের ৯.৮৪ শতাংশ, আনলিমাইয়ার্নের ৯.৭৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৬০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮.১৭ শতাংশ, ইনটেকের ৭.৭৫ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস