সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফর্মেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪.৯০ টাকা। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩১.৫০ টাকায়। অর্থাৎ ইনফর্মেশন সার্ভিসেসের শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৭৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৭.৪১ শতাংশ, মুন্নু সিরামিকের৫.৮৮ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৫.৫৮ শতাংশ, অলটেক্সের ৪.৭৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.৭৩ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪.১৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৯৮ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৩.৮১ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের শেয়ার দর ৩.৬৪ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস