সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটে ১১ কোম্পানির ৮ লাখ ৮৭ হাজার ৩৫৫টি শেয়ার ২৩ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মূল্য দাঁড়ায় ২৩ কোটি ৬ লাখ ৩ হাজার টাকা।
ব্লকে আজ সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। কোম্পানিটির ১১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সবোচ্চ ৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।
এছাড়া আল-হাজ টেক্সটাইলের ২১ লাখ ৩৪ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৯০ লাখ ৫০ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ ৩ হাজার টাকার, ইনটেকের ১৩ লাখ ৫৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৭ লাখ ১৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ২৫ লাখ ৪৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬৯ লাখ ৫৬ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস