আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একাদশ জাতীয় নির্বাচনের প্রচার শুরুর পর ঢাকার পথে রওনা হয়েছেন ।
বৃহস্পতিবার সকাল ৯টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাসহ তার গাড়িবহর ঢাকার পথে রওনা হয়।
আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার টুঙ্গীপাড়া থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় ৭টি জনসভা ও পথসভায় ভাষণ দেবেন।
ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ে এসব জনসভা ও পথসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এসব এলাকায় বইছে উৎসবের আমেজ। প্রিয় নেত্রীকে একনজর দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।