শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ২০১৬-১৭ অর্থবছরে ১৭২টি অভিযোগ জমা পড়ে। এরমধ্যে ১০৬টি বা ৬২ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে।
বিএসইসির প্রকাশিত সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওইসময় সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে ঘোষিত লভ্যাংশ প্রদান না করা বা দেরিতে করা নিয়ে। এ বিষয়ে ৪৪টি অভিযোগ করা হয়। এরমধ্যে বিএসইসি ওই বছরেই ২৪টি অভিযোগের সমাধান করে এবং ২০টি সমাধানের জন্য পক্রিয়াধীন রয়েছে।