লভ্যাংশ অনুমোদন করেছে এসিআই লিমিটেড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৩ ১১:২১:০৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং সাড়ে ৩ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে। ৩০ জুন ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি।
বুধবার, ১২ ডিসেম্বর রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে ৪৫তম সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২২ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২৯ টাকা ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২১৯ টাকা ৩৬ পয়সা।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আনিস উদ দৌলা। এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, পরিচালক মোসা. শুসমিতা আনিস, গোলাম মাইনুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কামরান তানভির প্রমুখ।
সান বিডি/এসকেএস