সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসই প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৪ পয়েন্টে।
এই সময়ে ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। ডিএসইতে ২২৮কোটি ৯৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১১পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৭১ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। লেনদেনের এই সময়ে ৪১ কোটি ২১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস