লভ্যাংশ পাঠিয়েছে এপেক্স ফুটওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৪:৩৩:৩৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া ও ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়ার লিমিটেড (এপেক্সফুট) সর্বশেষ হিসাববছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বুধবার, ১২ ডিসেম্বর বিনিয়োগকারীদের হিসাবে (ফোলিও এবং অন্যান্য শেয়ারহোল্ডার, যাদেরকে বিইএফটিএন দ্বারা লভ্যাংশ পাঠানো সম্ভব নয় তারা ব্যতীত) ওই লভ্যাংশ পাঠানো হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফোলি এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ তাদের দেয়া ঠিকানায় কুরিয়ার এর মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার পুরোটাই নগদ লভ্যাংশ। বুধবার সেই লভ্যাংশ ব্যাংক একাউন্টে পাঠানো হয়।
সান বিডি/এসকেএস