বেঙ্গল উইন্ডসর এর ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৫:১৬:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ  ঘোষণা করেছে।

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে কোম্পানির ১৬তম বার্ষিসাক ধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করে শেয়ারহোল্ডারবৃন্দ।

৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি (ইপিএস) দাড়িয়েছে ১ টাকা ৫৩ পয়সা।  আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা। ইপিএস প্রতি গত বছর থেকে এ বছর লোকসান হয়েছে ১৫ পয়সা।

৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ৬১ পয়সা। তবে ২০১৭ সাল শেষে এনএভি ছিল ২২ টাকা ০৮ পয়সা। ১৬তম এজিএম এ ৫ শতাংশ লভ্যাংশসহ মোট ৬ টি এজেন্ডা পাশ করেন শেয়ারহোল্ডাররা।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক  হুমায়ুন কবির বাবলু,  পরিচালক বিলকিস নাহার, ফিরোজ আলম, সামসুল আলম, সাইফুল আলম, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক সাইদ জাভেদ ইকবাল ও ফাইয়াজ খন্দকার প্রমুখ।

সান বিডি/এসকেএস