দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-১২-১৩ ১৬:০৬:১৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  বৃহস্পতিবার শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫৫ বারে ৩৩ লাখ ৫৫ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১২ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা  বা  ৯.৩৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা দরে লেনদেন হয়।

কোম্পানিটি ৫১৬ বারে ৬ লাখ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮২ লাখ টাকা।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা সিমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৪৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৯৭ টাকা দরে লেনদেন হয়।

কোম্পানিটি এক হাজার ৮৯ বারে ২ লাখ ৩৩ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।

সান বিডি/এসকেএস