ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৬:০৯:১০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটে ১০ কোম্পানির ১ কোটি ৩০ লাখ ৯২ হাজার ২৪৪টি শেয়ার ১৬ বার হাত বদল হয়েছে। এসব শেয়ারের মূল্য দাঁড়ায় ৪০ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা।

ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। কোম্পানিটির ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া ড্রাগন সোয়েটারের ৩৯ লাখ ১০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৩৮ লাখ ৪০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮০ লাখ ৯২ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ১ কোটি টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৮১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৯২ হাজার টাকার এবং প্যাসিফিক ডেনিমের ২৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস