দর পতনের শীর্ষে অলটেক্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৬:২৭:৫২


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১  টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা বেচাকেনা হয়েছে।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৯.৮০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ৮৮ টাকা ৪০ পয়সা বেচাকেনা হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ  ২৮.৪০ টাকা দরে বেচাকেনা হয়েছে।

পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, জুট স্পিনার্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, এম.এল ডাইং, ইন্দো-বাংলা ফার্মা ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সান বিডি/এসকেএস