বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠানের মোট ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৭ শতাংশ বেশি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ মার্কেটে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার। অর্থাৎ বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন আগের সপ্তাহ থেকে ১৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা বা ১৭.৩৩ শতাংশ বেশি হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ৩০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের।
এছাড়া খুলনা পাওয়ারের ১ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৬৭ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৮৪ লাখ ৯০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১৭ লাখ ৫০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১৪ লাখ টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৪৭ লাখ ২০ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ১ কোটি টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৮০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৯০ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৩৮ লাখ ৪০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪ কোটি ৪৮ লাখ ১০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৪০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ২৫ লাখ ৪০ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ টাকার, ইনটেকের ১৩ লাখ ৫০ হাজার টাকার, আল-হাজ্ব টেক্সটাইলের ২১ লাখ ৩০ হাজার টাকার, বিএটিবিসির ৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকার, অলিম্পিক এক্সেসরিজের ১০ লাখ ৯০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৯ লাখ ৮০ হাজার টাকার, ইফাদ অটোসের ৬ লাখ ৯০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫২ লাখ ১০ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ৪৪ লাখ ৩০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার এবং ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস