ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির দর কমেছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৪ লাখ ৯১হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এম.এল ডাইং লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২০ দশমিক ৬১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৮ দশমিক ৭৫ শতাংশ। গড়ে প্রতিদিন প্রায় ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৩৭ কোট ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, মুন্নু জুট স্ট্যাফলার্স, প্যসিফিক ডেনিমস, কেয়া কসমেটিকস, সিলভা ফার্মাসিটিক্যালস, কাট্টালি টেক্সটাইল ও গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড।
সান বিডি/এসকেএস