ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দশমিক ৩১ শতাংশ দর বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটিরে ২৪ লাখ ৩৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৬ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যাল, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড ডাইং, ন্যাশনাল টি কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, ফার্মা এইডস ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সান বিডি/এসকেএস