সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-১২-১৫ ১১:৫৮:০৩


সদ্য বিদায়ী সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের সপ্তাহ থেকে সাড়ে ৪’শ কোটি টাকা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০০ কোটি টাকা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৫৫ কোটি লাখ ২ লাখ ৪৪ হাজার ৩৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৪৮ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৭৪২ টাকা বা ১৪.৯৩ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৭৮১ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৮ হাজার ৮০৭ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬০০ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৮৯ কোটি ৭০ লাখ ১২ হাজার ৫৮৯ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৭৯ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭.৪১ পয়েন্ট বা ১.৪২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.৭১ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৬ ও ১৮৪৩ পয়েন্টে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, দর কমেছে ২০৯টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৭২ কোটি ১৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ কোটি ১৩ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৬৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জেএমআই সিরিঞ্জের।

এছাড়া ওয়াটা কেমিকালের ৬৫ কোটি ৬ লাখ টাকার, এসকে ট্রিমসের ৫৪ কোটি ৬৩ লাখ টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫৩ কোটি ৭০ লাখ টাকার, ন্যাশনাল টি’র ৫১ কোটি ৫৮ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৫১ কোটি ২৮ লাখ টাকার, ফার্মা এইডসের ৪৮ কোটি ৮৮ লাখ টাকার এবং সোনালী আঁশের ৪৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭ কোটি ৮৯ লাখ ৪ হাজার ৩৮৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩৭ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৩০ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২০০ কোটি ৮১ লাখ ৬১ হাজার ২৫৪ টাকা বা ১৪৭ শতাশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০১ পয়েন্ট বা ১.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১২৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৩৯ পয়েন্ট বা ২.০১ শতাংশ এবং সিএসআই ১৪ পয়েন্ট বা ১.৩২ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৭৫৪ পয়েন্টে, ১ হাজার ১৭০ পয়েন্টে, ১৪ হাজার ২৮৩ এবং ১ হাজার ৫৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ১৭৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

সান বিডি/এসকেএস