লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মোহাম্মদ সেকান্তর নামে এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে।
শনিবার রাত ৯টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা পালিয়ে যান।
নিহত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বুকে ব্যাথা অনুভব হলে সেকান্তরকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। এক পর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের নার্সরা তার হাতে কয়েকটি ইনজেকশন পুশ করেন। কিন্তু মুহূর্তেই ছটফট করতে করতে মারা যান ওই রোগী।
এ সময় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করেন। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, সরকারি কর্মচারী মারা যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইনের ব্যত্যয় ঘটেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।