চাঁদপুর সদর উপজেলায় এক বাড়িতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে। আজ সোমবার সকালে দেবপুর গ্রামের বড়হুজুরের বাড়িতে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত ব্যক্তিরা হলেন মাইনুদ্দীন (২৬), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (২৪), তাঁর দুই সন্তান মিথিলা (৫) ও সিয়াম (১)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলে জানান তিনি।
রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আর মামুন পাটোয়ারি জানান, মাইনুদ্দীন চট্টগ্রামে একটি বেকারি কারখানায় কাজ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার মাইনুদ্দীন চট্টগ্রাম থেকে চাঁদপুর আসেন। তিনি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যু বিষয়ক একটি ভিডিও পোস্ট করেন। লাশগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে।