মালয়েশিয়ায় ৪.৭ শতাংশ পাম অয়েল রফতানি কমেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-১৭ ১৩:১২:০৮


পাম অয়েল উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর তালিকায় মালয়েশিয়ার অবস্থান বিশ্বে দ্বিতীয়। দীর্ঘ চার মাস পর চলতি বছরের আগস্টে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছিল। পরবর্তী সময়ে এ ধারাবাহিকতা বজায় থাকলেও চলতি মাসের প্রথম ১৫ দিনে (১-১৫ ডিসেম্বর) দেশটি থেকে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কমে সাড়ে পাঁচ লাখ টনের নিচে নেমে এসেছে। কুয়ালালামপুরভিত্তিক কৃষি পণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও স্টার অনলাইন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১-১৫ ডিসেম্বর মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ লাখ ২৫ হাজার ৯৩৯ টন পাম অয়েল রফতানি হয়েছে, যা আগের মাসের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম। গত ১-১৫ নভেম্বর দেশটি থেকে মোট ৫ লাখ ৫১ হাজার ৮৫৭ টন পাম অয়েল রফতানি হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি কমেছে ২৫ হাজার ৯১৮ টন।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১-১৫ ডিসেম্বর মালয়েশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি পাম অয়েল রফতানি হয়েছে। এ সময় দেশটি থেকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে পাম অয়েলের সম্মিলিত রফতানি দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ২১০ টনে, যা আগের মাসের একই সময়ের তুলনায় ৪৭ হাজার ৭১০ টন বেশি।

চলতি ডিসেম্বরের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে চীনে ১ লাখ ৬০ হাজার ৩৬০ টন পাম অয়েল রফতানি হয়েছে। নভেম্বরের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে চীনে সাকল্যে ৫০ হাজার ৯০০ টন পাম অয়েল রফতানি হয়েছিল। একই সময়ে মালয়েশীয় রফতানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে মোট ৭২ হাজার ৭২ টন পাম অয়েল রফতানি করেছেন, যা আগের মাসের একই সময়ের তুলনায় ৫১ হাজার ৪৯৫ টন কম।