দরপতনের বৃত্তে আটকা পড়েছে দেশের পুঁজিবাজার। ডিসেম্বর মাসের ৬ তাখির শুরু হওয়া সূচক পতন সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবারও অব্যাহত রয়েছে। টানা ৭ দিন ধরে পতনে রয়েছে বাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেন সাড়ে ৮ মাস বা ১৭৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, দর কমেছে ২৩১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকা।
অপরদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৮ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে মোট ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস