আসন্ন একাদশ নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে মঙ্গলবার (১৮ ডিসেম্বর)। এদিন সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগের সভপাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতারাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারের স্লোগান নির্ধারণ করা হয়েছে 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ'। এবারের ইশতেহারে সরকারের গত দুই মেয়াদের সাফল্য তুলে ধরে আগামীর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
এতে ২০২১, ২০৩০, ২০৪০, ২০৭১ এবং ২১০০ এরকম কয়েকটি ধাপে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে তার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই ইশতেহার হবে সমৃদ্ধশালী বাংলাদেশের রোডম্যাপ।
এবারের ইশতেহারের অন্যতম দিক বদ্বীপ বা ডেল্টা পরিকল্পনা, ব্লু ইকোনোমি ও তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা। ডেল্টা প্ল্যানে আগামী ২১০০ সালে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেই লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
এবারের ইশতেহার কমিটির আহ্বায়ক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইশতেহার তৈরি করেছে।