সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসয়ান খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির এক হাজার ২৪৮ বারে ৪ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড। কোম্পানির ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির ৩ লাখ ৭১ হাজার শেয়ার লেনদেন করে।
লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, আনলিমা ইয়ার্ন, খুলনা পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি ও গ্রামীণফোন লিমিটেড।
সান বিডি/এসকেএস