ইউরোপের বাজারে গমের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। তবে সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির বাজার পরিস্থিতি নিম্নমুখী হয়েছে। প্যারিসভিত্তিক ইউরোনেক্সট এক্সচেঞ্জে এদিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে গমের দাম দুই মাসের সর্বোচ্চ অবস্থান থেকে দশমিক ৪ শতাংশ কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
ইউরোনেক্সট এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে ২০১৯ সালের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন গমের দাম দাঁড়িয়েছে ২০৬ দশমিক ৭৫ ইউরো বা ২৩৩ ডলার ৬৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। দিন শেষে কৃষিপণ্যটির দাম টনে দশমিক ৭৫ ইউরো কমেছে।
এর আগের দিন ইউরোনেক্সট এক্সচেঞ্জে গমের দাম বিগত দুই মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। দিনের শুরুতে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন গমের দাম উঠেছিল ২০৮ দশমিক ৫০ ইউরোতে। মূলত চলতি বছর শেষ হওয়ার আগে ইউরোপের বাজার থেকে গম রফতানিতে প্রবৃদ্ধির সম্ভাবনায় কৃষিপণ্যটির বাজার চাঙ্গা হয়ে উঠেছিল। তবে চলতি মৌসুমের ১০ ডিসেম্বর পর্যন্ত ইইউভুক্ত দেশগুলো থেকে গম রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কমার খবরে বাজারে মন্দাভাব ফিরে এসেছে।