মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩২তম শাখা হিসেবে ‘কবিরহাট শাখা’ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ কামরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম এবং বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী হাজী মোঃ ইব্রাহিম। বক্তারা মার্কেন্টাইল ব্যাংকের সাফল্য কামনা করেন। ব্যাংকের কবিরহাট শাখা প্রধান ফজলুল হক অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংকের কবিরহাট শাখা, ফুয়াদ সেন্টার, হোল্ডিং নং-৩৭, হসপিটাল রোড, থানা ও পৌরসভা কবিরহাট, জেলা-নোয়াখালী-এ অবস্থিত।