কফির সরবরাহ বাড়ানো হবে: ইউএসডিএ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-১২-১৮ ১২:৫৩:৪৭

উৎপাদন বাড়ায় এবারের মৌসুমে কফির বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ২০১৮-১৯ মৌসুমে কফির বৈশ্বিক সরবরাহ চাহিদার চেয়ে ১ কোটি ৯ লাখ ব্যাগ (এক ব্যাগে ৬০ কেজি) বেশি হবে। শীর্ষ উৎপাদক ব্রাজিল ও ভিয়েতনামে উৎপাদন ভালো হওয়ায় এ সম্ভাবনা দেখা দিয়েছে। খবর রয়টার্স।
২০১৮-১৯ মৌসুম নিয়ে দ্বিতীয় পূর্বাভাসে বৈশ্বিক কফি উৎপাদন ও ব্যবহারের প্রাক্কলন সংশোধন করেছে ইউএসডিএ। মার্কিন সরকারি দপ্তরটি জানিয়েছে, আলোচ্য মৌসুমে বিশ্বজুড়ে ১৭ কোটি ৪৫ লাখ ব্যাগ কফি উৎপাদন হবে। গত জুনে প্রকাশিত আগের পূর্বাভাসে এ সময়ে বিশ্বজুড়ে ১৭ কোটি ১২ লাখ ব্যাগ কফি উৎপাদনের কথা জানানো হয়েছিল। ইউএসডিএর দ্বিতীয় পূর্বাভাসে জানানো হয়, ২০১৮-১৯ মৌসুমে বিশ্বে ১৬ কোটি ৩৬ লাখ ব্যাগ কফি ব্যবহার হতে পারে।
অনুকূল আবহাওয়ায় শীর্ষ উৎপাদক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ কফি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে ৬ কোটি ৩৪ লাখ ব্যাগ কফি উৎপাদন হতে পারে বলে প্রাক্কলন করেছে ইউএসডিএ। আবাদি জমির পরিমাণ বাড়ায় এবার ভিয়েতনামেও কফি উৎপাদন ভালো হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













