উৎপাদন বাড়ায় এবারের মৌসুমে কফির বৈশ্বিক সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ২০১৮-১৯ মৌসুমে কফির বৈশ্বিক সরবরাহ চাহিদার চেয়ে ১ কোটি ৯ লাখ ব্যাগ (এক ব্যাগে ৬০ কেজি) বেশি হবে। শীর্ষ উৎপাদক ব্রাজিল ও ভিয়েতনামে উৎপাদন ভালো হওয়ায় এ সম্ভাবনা দেখা দিয়েছে। খবর রয়টার্স।
২০১৮-১৯ মৌসুম নিয়ে দ্বিতীয় পূর্বাভাসে বৈশ্বিক কফি উৎপাদন ও ব্যবহারের প্রাক্কলন সংশোধন করেছে ইউএসডিএ। মার্কিন সরকারি দপ্তরটি জানিয়েছে, আলোচ্য মৌসুমে বিশ্বজুড়ে ১৭ কোটি ৪৫ লাখ ব্যাগ কফি উৎপাদন হবে। গত জুনে প্রকাশিত আগের পূর্বাভাসে এ সময়ে বিশ্বজুড়ে ১৭ কোটি ১২ লাখ ব্যাগ কফি উৎপাদনের কথা জানানো হয়েছিল। ইউএসডিএর দ্বিতীয় পূর্বাভাসে জানানো হয়, ২০১৮-১৯ মৌসুমে বিশ্বে ১৬ কোটি ৩৬ লাখ ব্যাগ কফি ব্যবহার হতে পারে।
অনুকূল আবহাওয়ায় শীর্ষ উৎপাদক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ কফি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে ৬ কোটি ৩৪ লাখ ব্যাগ কফি উৎপাদন হতে পারে বলে প্রাক্কলন করেছে ইউএসডিএ। আবাদি জমির পরিমাণ বাড়ায় এবার ভিয়েতনামেও কফি উৎপাদন ভালো হয়েছে।