ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। খবর এনডিটিভির
সোমবার বিকেলের ওই আগুনে গতকাল ছয়জন মারা যান। মঙ্গলবার সকালে মারা যান আরও দু'জন।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে। ১৪০ জনেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে।
রোগীদেরকে কোপার হাসপাতাল, হলি স্পিরিট হাসপাতাল ও সেভেন হিলস হাসপাতালসহ পার্শ্ববর্তী কয়েকটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে শহরের পূর্ব আন্ধেরির মারোল এলাকার ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে পাঁচতলা হাসপাতাল ভবন থেকে প্রাণ বাঁচাতে লাফ দেন বেশ কয়েকজন রোগী। এর জেরে সোমবারই পাঁচজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি হাসপাতাল ভবনে আটকেপড়াদের উদ্ধারের কাজও করেন তারা।