ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শুরুহলো নটরডেম নাট্যদলের তিন দিনব্যাপী ‘৭ম জাতীয় নাট্যকর্মশালা ও উৎসব ২০১৫’। 'সৃজনশীল নাট্য চর্চায় একত্রিত হই'- এই শ্লোগান সামনে রেখে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন ড.ইনামুল হক।
প্রদীপ প্রোজ্জ্বলের মাধ্যমে সকল অন্ধকার ও কুসংস্কার কে দূরিভূত করে নবযাএার সূচনার মাধ্যমে নাট্যকর্মশালা ও উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আবৃত্তি শিল্পি মাহিদুল ইসলাম, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ডিন আবুল কালাম, নট্যদলের মডারেটর মো:
আক্তারুজ্জামান ও অনুষ্ঠানের সভাপতি নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পি. রোজারিও সিএসসি।
অনুষ্ঠানে নাট্যকার ও নটর ডেম নাট্যদলের আজীবন সদস্য গাজী রাকায়েতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নাট্যজন ড.ইনামুল হককে নটর ডেম নাট্যদলের পক্ষথেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের ক্রেস্ট তুলে দেন কলেজ অধ্যক্ষ ড.ফাদার হেমন্ত পি. রোজারিও সি এস সি এবং গাউন পরিয়ে দেন ক্লাব মডারেটর মো:আক্তারুজ্জামান।প্রথম দিনের অনুষ্ঠানের শেষাংশে আবৃিও ও স্বরপ্রক্ষেপণের উপর ক্লাস নেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম। তিনি কবিতা আবৃত্তি করে শোনান এবং সর্বশেষ তার বিদ্রোহী কবিতা আবৃত্তির মধ্যদিয়ে তিন দিনব্যাপী নাট্যকর্মশালা ও উৎসবের প্রথমদিনের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে দেশের ৫০টিরও অধিক বিদ্যপিঠের প্রায় ৭০০ শিক্ষার্থী কমর্শালা ও উৎসবে অংশগ্রহণ করে। আগামিকাল শুক্রবার সকাল ৮টায় বাংলা অলেম্পিয়াডের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে।সানবিডি২৪ অনুষ্ঠানেরর অনলাইন পার্টনার হিসাবে রয়েছে।