২১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮৯ বলে অপারিজত ২৬৪। ‘অজেয়’ই থেকে গেলেন টম ল্যাথাম। দুই দিন বোলিং করেও তাঁকে আউট করতে পারেননি শ্রীলঙ্কান বোলাররা।
১২১ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে সেটিকে ডাবলে রূপ দিয়েও থাকেন অপরাজিত। আর তাতেই গড়েছেন অ্যালিস্টার কুকের ২৪৪* রানকে পেছনে ফেলে ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিংয়ের সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৮ সালের সর্বোচ্চ ইনিংসটাও এখন ল্যাথামের।