ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানি। এ সময়ে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
কোম্পানিগুলো হলো- জুট স্পিনার্স, রুপালী ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর ১২টার দিকে জুট স্পিনার্সের ক্রেতার ঘরে ২০টি শেয়ার ১৩৩.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩৩.৬০ টাকায় লেনদেন হয়।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেতার ঘরে ৯৮ হাজার ২৭৫টি শেয়ার ৫৯.০০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৯.০০ টাকায় লেনদেন হয়।
রুপালী ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেতার ঘরে ১ লাখ ৬১ হাজার ৪০৭টি শেয়ার ১৯.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯.৯০ টাকায় লেনদেন হয়।
সান বিডি/এসকেএস